ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শীতের দাপটে কুয়াশাচ্ছন্ন ঢাকা

শীতের প্রভাবে শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। ঘন কুয়াশার কারণে সড়ক, ভবন কিংবা দূরের কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এতে করে সকালের চলাচলে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবারের তুলনায় আজ সকালে ঢাকার তাপমাত্রা সামান্য বেড়েছে। গতকাল রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৪২ মিনিটে। কুয়াশা কেটে গেলে দিনের বেলায় কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন