ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আরও এক ধাপ কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরেকবার কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বাজুস এই তথ্য প্রকাশ করেছে। শুক্রবার (২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। এই অবস্থার প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বুধবার (৩১ ডিসেম্বর) ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন