ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘ফ্যাসিবাদবিরোধীরা একত্রিত থাকলে বাংলাদেশ পথ হারাবে না’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন একত্রিত থাকলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।

তিনি বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনের সুযোগকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট ও দিল্লির তাঁবেদাররা নানা ষড়যন্ত্র করছে। এই চক্রান্ত রুখতে দেশের সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সাদিক কায়েম গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, প্রথমেই আপসহীন সংগ্রামের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে। বৈঠকে তারেক রহমান ডাকসুসহ ছাত্রসমাজের প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ভবিষ্যতের রাজনীতিকে ‘বাংলাদেশপন্থী’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, দেশ, মাটি, মানুষ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ আগামীর রাজনীতির মূল ভিত্তি হবে। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যে পথ দেখিয়েছেন, সেই লক্ষ্যেই ছাত্ররা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।

সাদিক কায়েম তরুণ প্রজন্মের ভোটাধিকারের গুরুত্বও তুলে ধরেন। গত ১৬ বছরে তরুণরা ভোট দিতে পারেনি, তাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তিনি জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।

আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা পরিকল্পনা করেছেন, তারা এখনো গ্রেপ্তার হয়নি। স্বাধীন বাংলাদেশে তার বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে।” সাদিক কায়েম আশা প্রকাশ করেন, ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন একত্রিত থাকলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।

সংবাদটি শেয়ার করুন