মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের নতুন উদ্যোগ এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার) চালুর বিরোধিতা করে রাজধানীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত বিটিআরসি ভবনের সামনে হঠাৎ করেই বিক্ষুব্ধ মোবাইল ব্যবসায়ীরা জড়ো হন। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপসহ ভাঙচুর শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পরিস্থিতি আকস্মিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, হামলাকারীরা হঠাৎ ইট-পাটকেল ছুড়তে শুরু করে এবং পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়।
বিটিআরসির এক কর্মকর্তা জানান, আসরের নামাজ চলাকালে তারা বাইরে থেকে ইট ছোড়ার শব্দ শুনতে পান। বিষয়টি দ্রুত গুরুতর আকার ধারণ করলে নিরাপত্তা জোরদার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয় এবং এলাকায় স্বস্তি ফিরে আসে।




