ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই ধাপে মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, সাধারণ ক্যাডারের জন্য নির্বাচিত হয়েছেন ৩৯০ জন প্রার্থী। পাশাপাশি কারিগরি ও পেশাগত ক্যাডারের জন্য ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য ১৩৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

পিএসসি জানায়, মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ, সময়সূচি এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd
) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যৌক্তিক কোনো কারণে প্রকাশিত সময়সূচি বা নির্দেশনায় পরিবর্তনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

সংবাদটি শেয়ার করুন