ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কলারশিপে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, আবেদন করবেন যেভাবে

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তরে পূর্ণ স্কলারশিপ দিচ্ছে। ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’-এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত কিছু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি ২০২৬।

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস (ACU) বিশ্বজুড়ে প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কগুলোর একটি। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা কমনওয়েলথের উচ্চ শিক্ষার প্রতিনিধিত্বকারী একমাত্র অনুমোদিত সংস্থা হিসেবে স্বীকৃত।

কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জন, বিদেশে জীবন অভিজ্ঞতা গ্রহণ এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা প্রদান করা হবে;

গবেষণা সহায়তা প্রদান;

বিমান খরচ প্রদান করা হবে;

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে;

শিক্ষার্থীরা নিজ দেশে আবেদন করতে পারবে না;

নির্দিষ্ট বয়সসীমা নেই;

আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ডও পূরণ করতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

অ্যাকাডেমিক পেপারস;

রেফারেন্স লেটার দুইটি;

স্টেটমেন্ট অব পারপাস;

ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ);

আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

অন্যান্য পেপারস (যদি থাকে);

আবেদন পদ্ধতি

আবেদনের শেষ: আগামী ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন….

সংবাদটি শেয়ার করুন