ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান

সদ্য পদত্যাগ করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে প্রতিমন্ত্রীর সমমানের দায়িত্ব ও মর্যাদা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (২) অনুযায়ী তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্বকালীন তিনি প্রতিমন্ত্রীর বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

সংবাদটি শেয়ার করুন