ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। হিসাবগুলোর মধ্যে বিপ্লব কুমার সরকারের নামে ৯টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব এবং তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে ১৯টি ব্যাংক হিসাব রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে থাকাকালে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন করা, মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিপ্লব কুমার সরকার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে অভিযুক্তদের নামে একাধিক ব্যাংক ও বিও হিসাবের তথ্য পাওয়া যায়। এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর বা বেহাতের আশঙ্কা থাকায় আদালতের নির্দেশে তা অবরুদ্ধ করা হয়।
দুদক বিধিমালা, ২০০৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ভবিষ্যতে সম্পদ উদ্ধার নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




