সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, র্যাবকে রাজনৈতিক স্বার্থে কখনোই ব্যবহার করা হয়নি—এমনকি একদিন বা এক ঘণ্টার জন্যও নয়। তিনি দাবি করেন, র্যাবের রাজনৈতিক ব্যবহার নিয়ে কেউ কোনো প্রমাণ হাজির করতে পারবে না।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় ও আপসহীন। তিনি জানান, দায়িত্ব পালনের সময় প্রয়োজন অনুযায়ী যা চেয়েছেন, নেত্রী তা-ই দিয়েছেন।
তিনি আরও বলেন, অন্যায় করলে বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হতো না। বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন নেত্রী, যার সঙ্গে তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। তার দেশপ্রেম নিজের চোখে দেখেছেন বলে উল্লেখ করে বাবর বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে তিনি কখনো আপস করেননি।
লুৎফুজ্জামান বাবর বলেন, সকালে ঘুম থেকে উঠে ব্যক্তিগত আবেগ থেকেই এখানে এসেছি। এর সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচি বা পরিকল্পনার সম্পর্ক নেই। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই তিনি কবর জিয়ারতে এসেছেন।




