ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন

ইংরেজি নববর্ষের প্রথম দিনে কুয়াশাভেজা দুপুরে বিপিএলের উত্তাপ ছড়িয়ে পড়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএল ২০২৬-এর সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। টসে জিতে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

ব্যাট হাতে ইনিংস শুরু করে বড় ঝড়ো সূচনা করতে পারেনি সিলেট টাইটান্স। ঢাকার নিয়ন্ত্রিত ও পরিকল্পিত বোলিংয়ের সামনে তারা শুরু থেকেই উইকেট রক্ষায় মনোযোগী থাকে। ধীরে সুস্থে রান তুললেও অযথা ঝুঁকি নেয়নি স্বাগতিকরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২.১ ওভার শেষে সিলেট টাইটান্সের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। বর্তমান রানরেট প্রায় ৭-এর কাছাকাছি। ক্রিজে থাকা ব্যাটাররা ইনিংসের শেষদিকে গতি বাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করানোর পরিকল্পনায় রয়েছেন।

পাওয়ারপ্লে শেষ হওয়ার পর থেকেই ঢাকার বোলাররা রানের গতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। বিশেষ করে স্পিনাররা উইকেট থেকে কিছুটা সহায়তা পাচ্ছেন। হাতে এখনও ৮টি উইকেট থাকায় সিলেট টাইটান্সের লক্ষ্য এখন অন্তত ১৫০ থেকে ১৬০ রানের সংগ্রহ গড়া। অন্যদিকে, ম্যাচে প্রাধান্য ফেরাতে ঢাকাকে দ্রুত আরও উইকেট তুলে নিতে হবে।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

সংবাদটি শেয়ার করুন