ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দূতাবাসে অর্ধনমিত পতাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বুধবার ঢাকার জার্মান দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনে অর্ধনমিত পতাকা উত্তোলনের মাধ্যমে শোক পালন করা হয়।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে হাইকমিশনে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বার্তায় আরও বলা হয়, এই কঠিন সময়ে তাদের ভাবনা খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।

প্রসঙ্গত, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা শুক্রবার পর্যন্ত চলবে। এ উপলক্ষে বুধবার খালেদা জিয়ার জানাজার দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিনদিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর সকালে ইন্তেকাল করেন। বুধবার জানাজা শেষে তাকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন