ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বছরের প্রথম দিনে প্রাথমিকের শতভাগ বই বিতরণ

প্রাথমিকগণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, বছরের প্রথম দিনেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা তাদের বই শতভাগ পেয়েছেবৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনিতথ্য জানান

উপদেষ্টা আরও বলেন, এবারের বইয়ের মান আগের তুলনায় উন্নত এবং এটি অন্তর্বর্তী সরকারের বড় সাফল্যএবারে প্রাথমিকমাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের বই ছাপা হয়েছে।

জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখ বই ছাপা হয়েছে। বইগুলো শতভাগ ছাপা, বাঁধাই ও কাটিংয়ের পর উপজেলা পর্যায়ে বিতরণের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক, দাখিল, দাখিল-ভোকেশনাল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলছে। ইতিমধ্যেই ৫৮ শতাংশের বেশি বই শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। তবে বছর শুরুর দিনে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছানো সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন