ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষই আমার পরিবার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের মানুষ তাকে এমন অসীম ভালোবাসা দেখিয়েছে যে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো দেশই তার পরিবার মনে হচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অনুভূতি প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, শোকের এই মুহূর্তে তিনি তাঁর প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছেন। দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি ও সহমর্মিতা তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।

তিনি আরও জানান, লক্ষ-লক্ষ মানুষ একসাথে হয়ে তার মা, ত্রিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে। এতে তিনি আবারও অনুভব করেছেন, তার মা শুধু তার মা নন, বরং সমগ্র জাতির মা ছিলেন।

বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সমবেদনা প্রকাশ এবং উপস্থিতির জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের সহমর্মিতা তাদের হৃদয় স্পর্শ করেছে।

তারেক রহমান প্রতিশ্রুতি দেন, তার মা’র পথচলাকে এগিয়ে নিয়ে যেতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেন, তার মা সারাজীবন মানুষের সেবা করেছেন এবং সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি নিজের মধ্যেই অনুভব করছেন।

তিনি শেষ করেন, আল্লাহ যেন তার মা’র রূহকে শান্তি দান করেন, আর তার অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ থেকে সবাই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন