জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় বুধবার ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পটি যথেষ্ট শক্তিশালী হওয়া সত্ত্বেও তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৭ হিসেবে রেকর্ড করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় মানুষদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও, জরুরি সেবা ও স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
জাপানের ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল এবং উপকূলবর্তী এলাকা অতীতে প্রায়শই শক্তিশালী ভূমিকম্পের শিকার হয়েছে। চলতি মাসের শুরুতে এই অঞ্চলে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল, যা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। ভূমিকম্পের কারণে স্থানীয় নাগরিকরা নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছিলেন এবং অনেক বাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘণ্টা বা দিনগুলিতে ছোট ছোট দমকা (aftershocks) ঘটতে পারে। তাই জনগণকে নিরাপদ স্থানে থাকার, উপকূলবর্তী এলাকায় অনধিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া জরুরি পরিষেবার কর্মীরা ভবিষ্যতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন।




