ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের কবরের পাশে চিরশান্তিতে শায়িত জুলাইযোদ্ধা শফিকুল

ময়মনসিংহের হালুয়াঘাটে জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ শফিকুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছেবুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় তার নিজ গ্রাম দর্শাপাড়া এলাকায় জানাজা সম্পন্ন হয়জানাজার পরে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয়।শফিকুলের পরিবার আগে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব এলাকায় বসবাস করতেন। তিনি গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ছিলেন। তার বাবা আব্দুস সামাদ, স্ত্রী বিউটি আক্তার ও ১৪ বছর বয়সী ছেলে বিল্লাল জীবিত আছেন।

জানাজায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, দেশের জন্য শফিকুলের ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে এবং শহীদ হিসেবে তাকে গেজেটভুক্ত করা হবে।

এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুলের মৃত্যু হয়। তিনি জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

জামায়াত মনোনীত ময়মনসিংহ-১ আসনের প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা বলেন, “শফিকুল আমাদের সামনে একজন সত্যিকারের জুলাইযোদ্ধা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন।”

গুরুত্বপূর্ণ তথ্য, শফিকুল ইসলাম সরকারিভাবে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ছিলেন। গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার সময় তার ডান পায়ের ঊরুতে গুলি লাগেদীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও তিনি বিদেশে চিকিৎসা নিতে অপারগতা প্রকাশ করেন

সংবাদটি শেয়ার করুন