শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে বসবে আজ ২৩ তম স্প্যান

পদ্মা সেতুতে ২২ তম স্প্যানের পর আজ বসছে ২৩ তম স্প্যান। আজ শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩১ ও ৩২ নম্বর পিলারের ওপর ২৩তম স্প্যান বসানোর কাজ শুরু করেছে। ২৩ তম স্প্যানের দৃশ্যমান হবে সেতুর ৩ হাজার ৪৫০ মিটার।

এই ব্যাপারে প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সকাল ৯টার দিকে নির্দিষ্ট পিলারের ওপর স্প্যানটি বসানোর জন্য ক্রেনের মাধ্যমে মাওয়া থেকে রওনা হয়েছে। জাজিরা অংশের ৩১ এবং ৩২ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যানটি।

আরও পড়ুন : আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৪ সালের ডিসেম্বর মাসে। পুরো সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১ টি স্প্যান। ইতোমধ্যে ৪২টি পিলারের মাঝে কাজ শেষ হয়েছে মোট ৩৭টি পিলারের।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  জোয়ারে প্লাবিত ২৭ গ্রাম

সংবাদটি শেয়ার করুন