জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১-এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুরের স্বাক্ষরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয় ও বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে এনবিআরের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নবসৃষ্ট দপ্তরে পদায়ন এবং আন্তঃদপ্তর বদলির লক্ষ্যে পদায়ন/বদলির বিষয়ে সম্মতি জ্ঞাপনের ভিত্তিতে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগদানপত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় প্রেরণ করবেন।




