বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর জন্য নতুন সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী এবার চট্টগ্রামে কোনো খেলা অনুষ্ঠিত হবে না। শুরু থেকেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম হবে টুর্নামেন্টের প্রধান ভেন্যু, যেখানে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচগুলো মাঠে গড়াবে।
সিলেট পর্বের পর, ১৫ জানুয়ারি মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। বিসিবি নিশ্চিত করেছে, এই পরিবর্তনের কারণে খেলোয়াড় ও ভেন্যুর ব্যবস্থাপনা যথাযথভাবে সমন্বয় করা হবে।
মূলত ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী এই পরিকল্পনা বাতিল করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, “খেলা দুই ভেন্যুতে আনা হচ্ছে। আমরা চট্টগ্রামের দর্শক এবং ম্যানেজমেন্টের কাছে দুঃখপ্রকাশ করছি।”
নতুন সূচি অনুযায়ী প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচের তারিখও চূড়ান্ত করা হয়েছে। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি, আর টুর্নামেন্টের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। সব গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টিও খেলার নাটকীয়তা ব্যাহত করতে না পারে।
এবারের বিপিএলে অংশ নিয়েছে ছয় দল: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস।




