ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট স্টেডিয়াম থেকে বেগম জিয়ার জানাজায় শরিক হলেন বিসিবি

লাখো মানুষের অশ্রু আর গভীর শোকের ছায়ায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। দেশবাসী তার বিদায়ের দুঃখে মিলিতভাবে গভীর শোক প্রকাশ করেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের কারণে সরাসরি অংশগ্রহণ না করতে পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তা, খেলোয়াড়, স্টাফ এবং গণমাধ্যমকর্মীরা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত জানাজায় যুক্ত হয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

৩১ ডিসেম্বর, বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং মাত্র দুই মিনিটের মধ্যে, বিকেল ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার ইমামতি করেন।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে তার অবস্থার জটিলতা দেখা দিয়েছিল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রয়াত খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর।

সংবাদটি শেয়ার করুন