সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিদেশি কূটনৈতিক মহলও অংশগ্রহণ করেছেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, মোট ৩২ দেশের কূটনৈতিক প্রতিনিধি এই শোকসভায় উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের বক্তব্য অনুযায়ী, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




