বিশ্বজুড়ে বাড়তে থাকা বিভাজন ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বিদায়ী প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তার মতে, এই বিভাজন ক্রমেই সংঘাত ও মানবিক সংকটকে জটিল করে তুলছে এবং শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
ইউএনএইচসিআরের নেতৃত্বে নিজের এক দশকের অভিজ্ঞতা স্মরণ করে গ্র্যান্ডি বলেন, আজকের বিশ্বের সবচেয়ে আশঙ্কাজনক দিক হলো—বিভক্তি সংঘাত সমাধানের সক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। এর ফল হিসেবে সহিংসতা ও যুদ্ধ থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা মানুষের প্রতিও বৈরিতা বাড়ছে।
ইতালীয় এই কূটনীতিক আরও জানান, ভূরাজনৈতিক বিভক্তির কারণে বিভিন্ন অঞ্চলে সংকট গভীরতর হচ্ছে। তার ভাষায়, বর্তমান বিশ্ব বাস্তবতা শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ—এ যেন শান্তি স্থাপনে ক্রমশ অক্ষম এক বিশ্ব।
দায়িত্ব শেষ হওয়ার আগে জেনেভায় ইউএনএইচসিআর সদর দপ্তরে দেওয়া বক্তব্যে গ্র্যান্ডি বলেন, গত এক দশকে সাধারণ মানুষের পক্ষ থেকে শরণার্থী ও অভিবাসীদের প্রতি যে দয়া ও আতিথেয়তা দেখানো হয়েছে, তা তাকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে তিনি মিয়ানমার ও সুদানে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
আগামী দিনে সংস্থাটির নেতৃত্ব হস্তান্তর হতে যাচ্ছে ৬৫ বছর বয়সী বারহাম সালিহের কাছে। ইরাকের সাবেক এই রাষ্ট্রপতি নিজেও একসময় শরণার্থী ছিলেন—এ তথ্য উল্লেখ করে গ্র্যান্ডি আশাবাদ ব্যক্ত করেন যে, অভিজ্ঞতা ও সহমর্মিতার সমন্বয়ে নতুন নেতৃত্ব শরণার্থীদের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।




