ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা কখনোই অব্যাহতি পাবেন না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করার ফলেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনার রাজনৈতিক ও নৈতিক দায় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই অব্যাহতি পাবেন না।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার পূর্বে তার জীবন ও কর্ম নিয়ে পাঠ করা লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। ফ্যাসিবাদী শাসনের ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে থাকাকালে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি ঘটে।

নজরুল ইসলাম খান বলেন, “সারা দেশ দেখেছে—খালেদা জিয়া সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন চরম অসুস্থ দেহ নিয়ে।” কারাবাস শেষে গৃহবন্দি অবস্থায়ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশ-বিদেশের চিকিৎসকদের মতামত অনুযায়ী উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখার কারণে খালেদা জিয়ার অসুস্থতা ক্রমাগত বেড়েছে। এর পরিণতিতেই তাকে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, জনগণের কল্যাণে তিনি একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার কারণেই একসময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।

এছাড়াও বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ, তার শাহাদাতের পর প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতিতে সক্রিয় হওয়া, নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনসহ তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন অধ্যায় সংক্ষেপে তুলে ধরা হয়।

বক্তব্যের শেষাংশে নজরুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অবদান ইতিহাসে অমলিন থাকবে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছে, তা এ দেশের রাজনীতিতে দীর্ঘদিন আলোচিত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন