ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট থেকে টি-টোয়েন্টি ২০২৫ সালে গড়া যত বিরল রেকর্ড

বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ২০২৫ সাল। বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেট ছিল দারুণ ব্যস্ত ও ঘটনাবহুল। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে অসংখ্য দ্বিপাক্ষিক সিরিজ। আর এই দীর্ঘ ক্রিকেটীয় বছরে বাইশ গজে জন্ম নিয়েছে একের পর এক বিস্ময়কর ও বিরল সব রেকর্ড।

টস ভাগ্যহীন ভারতের লজ্জার রেকর্ড

২০২৫ সালে এসে ওয়ানডে ক্রিকেটে এক অবিশ্বাস্য রেকর্ডের সাক্ষী হয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে শুরু করে টানা ২০টি ওয়ানডে ম্যাচে টস হেরেছে দলটি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি টানা টস হারের সর্বোচ্চ রেকর্ড। এর আগে এই বিব্রতকর রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের দখলে, যারা টানা ১১ ম্যাচে টস হেরেছিল।

শতাব্দী পেরিয়ে অ্যাশেজে ফিরে এলো দুই দিনের টেস্ট

চলমান অ্যাশেজ সিরিজেও ক্রিকেট ইতিহাসে যোগ হয়েছে এক বিরল অধ্যায়। সিরিজের ইতোমধ্যেই দুটি ম্যাচ দুই দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। এর আগে এমন ঘটনা ঘটেছিল সেই ১৯১২ সালে। সে সময় অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড অংশ নিয়েছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্টে। এক শতাব্দীরও বেশি সময় পর আবার একই রকম ঘটনার পুনরাবৃত্তি ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়েছে।

হেরেও চ্যাম্পিয়ন, নারী ক্রিকেটে ভারতের অনন্য কীর্তি

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে শিরোপা ঘরে তোলে ভারত। তবে চ্যাম্পিয়ন হলেও পুরো টুর্নামেন্টে তারা তিনটি ম্যাচে পরাজিত হয়েছিল। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো দল তিন ম্যাচ হেরেও শিরোপা জয়ের কীর্তি গড়ল। এই অর্জন নারী ক্রিকেটের ইতিহাসে ভারতের নামকে আলাদাভাবে উজ্জ্বল করে তুলেছে।

আইপিএলে চেন্নাইয়ের তরুণদের নতুন ইতিহাস

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও এসেছে একটি ব্যতিক্রমী রেকর্ড। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন ২২ বছরের নিচে চারজন ক্রিকেটার আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। আইপিএল ইতিহাসে এর আগে চেন্নাই কখনো এক ম্যাচে এত কম বয়সী চারজন খেলোয়াড়কে একসঙ্গে মাঠে নামায়নি।

২০২৫ সালের ২৩ ডিসেম্বর বালিতে অনুষ্ঠিত কাম্বোডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইতিহাস গড়েন ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। পুরুষ কিংবা নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো এক ওভারে পাঁচ উইকেট নেন তিনি। ওই একমাত্র ওভারে তার বোলিং ফিগার ছিল অবিশ্বাস্য ১ ওভার, ০ মেডেন, ১ রান, ৫ উইকেট।

সংবাদটি শেয়ার করুন