ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গোপালগঞ্জে

পৌষের শেষ প্রান্তে এসে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে। চলতি মৌসুমে এবং সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে, যেখানে তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার (৩১ ডিসেম্বর) আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির মতে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।

এই সময় ঘন কুয়াশার কারণে দিনের বড় অংশে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে না। ফলে তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। বর্তমানে দেশের দুই বিভাগ ও পাঁচটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

এদিকে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সার্বিকভাবে শীতের অনুভূতি বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন