ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে সমবেদনা জানালেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেছেন।

বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবরটি জানানো হয়। পোস্টে বলা হয়, প্রতিবেশী দেশের প্রতিনিধি দল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সাক্ষাতে সরদার আইয়াজ সাদিক তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন।

এর আগে, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য সরদার আইয়াজ সাদিক ঢাকায় পৌঁছান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তসরকারি সংস্থা ও কনস্যুলারবিষয়ক) এম ফরহাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন