২০২৫ সাল বিশ্ব রাজনীতিতে শোক ও বিদায়ের বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। একের পর এক প্রভাবশালী নেতা মারা যাওয়ায় বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পাল্টেছে। ক্ষমতার শীর্ষে থাকা কেউ কেউ, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াই করা কেউ কেউ, তাদের প্রয়াণ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। অনেক দেশে নতুন নেতৃত্বের দায়িত্ব শুরু হয়েছে, আবার কোথাও অস্থিরতা ও ক্ষমতার নতুন সমীকরণ দেখা দিয়েছে। এই বছর অন্তত ১০ জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী ছাপ রেখেছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, এএফপি, সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান ও আলজাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত দেশ ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। রাজনৈতিক জীবন জটিল হলেও তার মানবিকতা, দেশপ্রেম ও দৃঢ় চরিত্র ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত ২৫ অক্টোবর ৯৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন রাজপরিবারের সঙ্গে যুক্ত থাকা রানি সিরিকিত ব্যাংককের হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন রাজার মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বাংলাদেশে শরিফ ওসমান হাদি ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১২ ডিসেম্বর ঢাকায় হামলার শিকার হওয়া তিনি গুরুতর আহত হয়ে বিদেশে চিকিৎসা নিয়েছিলেন।
পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি ভ্যাটিকানকে নেতৃত্ব দিয়েছেন ১২ বছর ধরে, অভ্যন্তরীণ বিভাজন মোকাবেলা, দুর্নীতির বিচার ও কোভিড-১৯ মহামারীসহ নানা চ্যালেঞ্জের মধ্যে চার্চ পরিচালনা করেছেন। শেষ শ্রদ্ধা জানাতে প্রায় আড়াই লক্ষ মানুষ উপস্থিত ছিলেন।
লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ ২৪ ডিসেম্বর তুরস্কে প্রাইভেট জেট দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চার লিবীয় কর্মকর্তা ও তিন ক্রু নিহত হয়েছেন।
কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ওডিঙ্গা আফ্রিকার প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। কেনিয়ার রাষ্ট্রপতি সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
ফিলিস্তিনের হামাস মুখপাত্র আবু ওবায়দা ২৯ ডিসেম্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। দুই দশক ধরে দায়িত্ব পালন করা তিনি নতুন মুখপাত্রের মাধ্যমে প্রতিস্থাপিত হবেন।
লেবাননের হিজবুল্লাহর সামরিক প্রধান শহীদ হাইথাম আলী তাবাতাবাই ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। ইরান এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।




