এবার ইসরাইলকে আরও শক্তিশালী করতে ২৫টি এফ-১৫ যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগন এই চুক্তি স্বাক্ষর করেছে, যার মোট মূল্য ৮.৬ বিলিয়ন ডলার। বিমানের নির্মাতা প্রতিষ্ঠান হবে বোয়িং।
চুক্তি অনুযায়ী, নতুন এফ-১৫ আইএ বিমানগুলোর নকশা, সংহতকরণ, যন্ত্রায়ন, পরীক্ষা, উৎপাদন এবং সরবরাহের সব দায়িত্ব যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে হবে। পেন্টাগন জানিয়েছে, ২০৩৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এসব বিমান ইসরাইলকে হস্তান্তর করা হবে।
ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়েছে। একই সফরে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
দুই বছর আগে গাজার পরিস্থিতি তীব্র হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে অন্তত ২১.৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করেছে। এর মধ্যে রয়েছে নিঃশর্ত অস্ত্র সহায়তা, বার্ষিক বিশেষ সুবিধা, অতিরিক্ত যুদ্ধকালীন তহবিল এবং কংগ্রেসের সীমিত তদারকি। এই সহায়তার মাধ্যমে ইসরাইলের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই সামরিক সহায়তা এবং নতুন বিমান সরবরাহ ইসরাইলকে গাজার উপর প্রভাব বজায় রাখতে সাহায্য করবে। তবে এটি ফিলিস্তিনি জনগণের জন্য নতুন চ্যালেঞ্জ এবং নিরাপত্তা সংকট তৈরি করতে পারে।




