বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক।
ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান জানান, বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে পাকিস্তানের স্পিকার ঢাকায় পৌঁছান। তিনি নিশ্চিত করেছেন, এ সফরে আইয়াজ সরাসরি খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।




