ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের মৃতদেহের পাশে বসে কুরআন পড়ছেন তারেক রহমান

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায়। জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর আয়োজন।

ফিরোজা ভবনে পরিবারের সদস্যদের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। এ সময় আবেগঘন পরিবেশে মরদেহের পাশে বসে কুরআন তিলাওয়াতে অংশ নেন ছেলে তারেক রহমান। তাঁর পাশে ছিলেন তার মেয়ে জাইমা রহমান।

এর আগে সকাল ৯টার কিছু আগে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। হাসপাতাল প্রাঙ্গণ থেকে সরাসরি মরদেহ ফিরোজা ভবনের উদ্দেশে রওনা দেয়।

ফিরোজায় শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে।

সংবাদটি শেয়ার করুন