ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া ছিলেন জাতির অভিভাবক: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। এই সময়ে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনরায় শুরু হয়েছে, আর সেই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন। এই ক্রান্তিকালে তার উপস্থিতি ও নেতৃত্ব ছিল অপরিহার্য।”

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের দিকে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আজ সমগ্র জাতির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমরা গুলশান কার্যালয়ে এসেছি তার প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে।

তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রশংসা জানিয়ে বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক ও সার্বভৌমত্ব সংরক্ষণের সংগ্রামে তিনি অমর হয়ে থাকবেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে ২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পর্যন্ত, তার আপসহীন মনোভাব ও দৃঢ়তা দেশের গণতন্ত্রকামী মানুষকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছে।”

এনসিপির নেতা বলেন, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, যেন এই শোক তার পরিবার ও পুরো জাতিকে সইবার শক্তি দিক এবং তার যে লড়াই, সেই লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে ও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’

সংবাদটি শেয়ার করুন