ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই: গোলাম পরওয়ার

উন্নয়ন, অগ্রগতি ও সুশাসনের ভিত্তি হিসেবে সৎ ও যোগ্য নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, লোভ, ভয় ও আত্মস্বার্থে আচ্ছন্ন হয়ে পড়ায় সমাজের মানুষ ধীরে ধীরে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার সক্ষমতা হারাচ্ছে, যা জাতির জন্য অশনিসংকেত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সহযোগী নারী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মুসলমান হলেও আজও কুরআনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। শাসকদের অন্তরে যদি আল্লাহভীতি থাকত, তবে সমাজে অন্যায়, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজির মতো অপরাধ এত ব্যাপক আকার ধারণ করত না। তিনি বলেন, কুরআনের আইন বাস্তবায়ন করতে হলে ইসলামপন্থীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় কুরআন ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান তরুণ সমাজ মেধাবী, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করে, যা দিতে জামায়াতে ইসলামী সক্ষম। তাই তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব অপরিহার্য উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য জরুরি। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে নানা ষড়যন্ত্র হতে পারে, তবে জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে।

রঘুনাথপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনিসুর রহমান ফারাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মণ্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ হালদার ও মাওলানা ফয়েজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন