ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রয়াণ: বিশিষ্টজনদের শ্রদ্ধা ও শোকবার্তা

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক যুগান্তকারী নেতা চলে গেলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সংস্থা, নাগরিক প্ল্যাটফর্মসহ বিভিন্ন প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে। তার প্রয়াণে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শোকবার্তায় বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উল্লেখ করে, স্বৈরতন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে গড়ে ওঠা গণ-আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বিশেষ স্থান অধিকার করে। দীর্ঘ কারাবাস, নির্যাতন ও চিকিৎসাবঞ্চনার মধ্যেও তাঁর দৃঢ়চেতা অবস্থান জনগণের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এক-এগারোপর্বে খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ। তিনি ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে দেশের জনগণের আস্থার প্রতীক ছিলেন।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, খালেদা জিয়াকে কখনো প্রতিহিংসামূলক আচরণ করতে দেখা যায়নি। তাঁর ব্যক্তিত্বে অহংকারের কোনো ছাপ ছিল না। সত্যিকার অর্থে জাতি একজন অভিভাবককে হারিয়েছে।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা দেশের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দেশের কল্যাণে তাঁর আজীবন সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

ডিএমপি প্রধান শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিপিবি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, হেফাজত ও জাতীয় যুবশক্তি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, গণতান্ত্রিক সংগ্রাম, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছে।

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শোকবার্তায় সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি, নারী শিক্ষা ও SME খাতে তাঁর ভূমিকার বিশেষ গুরুত্ব তুলে ধরেছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সংবাদটি শেয়ার করুন