ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিলেন মালিঙ্গা

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের জাতীয় দলের কোচিং স্টাফে নতুন মাত্রা যোগ করেছে, লাসিথ মালিঙ্গাকে পরামর্শক-ফাস্ট বোলিং কোচ হিসেবে যুক্ত করে। মঙ্গলবার এই নিয়োগের বিষয়টি সাবেক পেসারের আন্তর্জাতিক কৃতিত্ব তুলে ধরে আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

মালিঙ্গা পূর্ণকালীন নয়, বরং এক মাসের কিছু বেশি সময়ের জন্য দলের সঙ্গে যুক্ত থাকবেন। তিনি ১৫ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কার ফাস্ট বোলারদের নিয়ে কাজ করবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে।

মালিঙ্গার খেলোয়াড়ি কৃতিত্ব

প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে এক উজ্জ্বল পথচলা দেখিয়েছেন।

৩০ টেস্টে: ১০১ উইকেট

২২৬ ওয়ানডেতে: ৩৩৮ উইকেট

৮৪ টি-টোয়েন্টিতে: ১০৭ উইকেট

এছাড়া মালিঙ্গা আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচিং স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি

নতুন সংস্করণের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতের মেলবন্ধনে শুরু হবে। উদ্বোধনী দিনে কলম্বোতে শ্রীলঙ্কার খেলা নেই। তবে পরের দিন, তারা আয়ারল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে।

এরপর ‘বি’ গ্রুপে তাদের বাকী ম্যাচগুলো হলো:

ওমান – ১২ ফেব্রুয়ারি

অস্ট্রেলিয়া – ১৬ ফেব্রুয়ারি

জিম্বাবুয়ে – ২০ ফেব্রুয়ারি

২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এই ম্যাচগুলোর মাধ্যমে ফাস্ট বোলারদের প্রস্তুতি সম্পূর্ণ করবে।

সংবাদটি শেয়ার করুন