সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্য সংক্রান্ত প্রস্তুতি তদারকিতে রাজধানীর জিয়া উদ্যানে পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে কবর স্থানের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি এবং খালেদা জিয়ার কবর খোঁড়ার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনের সময় তিনি সঙ্গে থাকা কর্মকর্তাদের নিয়ে প্রথমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। প্রায় ১০ মিনিট অবস্থান শেষে তিনি জিয়া উদ্যান ত্যাগ করেন, কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে, এবং তখন থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।




