ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপ ২০২৬: টিকিটের চাহিদা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির উত্তেজনা বিশ্বজুড়ে ভিন্ন মাত্রায় পৌঁছেছে। ফিফার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, র‍্যান্ডম সিলেকশন ড্র টিকেটিংয়ের অর্ধেক সময়ই পার হওয়া মাত্র নতুন রেকর্ড গড়েছে। ২০০টির বেশি দেশের সমর্থক এখন পর্যন্ত ১৫ কোটির বেশি টিকিটের জন্য আবেদন করেছেন।

চাহিদা এত বেশি যে অবিশ্বাস্য

১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টিকিটিং পর্বের মধ্যবর্তী ফলাফল অনুযায়ী, প্রতিটি টিকিট আবেদনের সঙ্গে থাকা যাচাইকৃত ক্রেডিট কার্ডের সংখ্যা অনুযায়ী টিকিটের চাহিদা সরবরাহের তুলনায় ৩০ গুণ বেশি। ফিফার হিসাব অনুযায়ী, এই চাহিদা ১৯৩০ সাল থেকে অনুষ্ঠিত ২২টি বিশ্বকাপের ৯৬৪ ম্যাচে উপস্থিত দর্শকসংখ্যার চেয়ে ৩.৪ গুণ বেশি।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “মাত্র ১৫ দিনের মধ্যে ১৫ কোটির বেশি টিকিটের আবেদন এসেছে, যা এই আসরকে ইতিহাসের সবচেয়ে চাহিদাসম্পন্ন করে তুলেছে। ২০০টির বেশি দেশের সমর্থকের এই আগ্রহ আমাদের খেলার বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রতিফলন।”

র‍্যান্ডম সিলেকশন ও ভবিষ্যৎ বিক্রয়

র‍্যান্ডম সিলেকশন ড্র প্রক্রিয়া ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন, তাদের সবারই সমান সুযোগ থাকবে। এই পর্ব শেষ হলে একটি ড্র অনুষ্ঠিত হবে, যাতে সকল ভক্তের জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা নিশ্চিত করা যায়। যাঁরা প্রথম দফায় সফল হবেন না, তারা পরবর্তী বিক্রয় পর্যায়ে অতিরিক্ত টিকিটের মাধ্যমে আসন নিশ্চিত করতে পারবেন।

টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে সমালোচনা উঠেছে। গ্রুপ পর্বের টিকিটের দাম কাতার ২০২২ বিশ্বকাপের তুলনায় সর্বোচ্চ তিনগুণ বেশি, আর নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটও ৩,১১৯ পাউন্ড।

ইনফান্তিনো সমালোচনার জবাবে জানিয়েছেন, “দর্শকদের উচ্ছ্বাস এবং চাহিদার কারণেই এই দাম নির্ধারণ করা হয়েছে। মাত্র ১৫ দিনে ১৫ কোটি আবেদন এসেছে, যা প্রমাণ করে বিশ্বকাপ কতটা শক্তিশালী।”

ইতিহাস গড়া আয়োজন

ফিফা প্রেসিডেন্ট আরও বলেন, “প্রায় ১০০ বছরের ইতিহাসে ফিফা মোট ৪৪ মিলিয়ন টিকিট বিক্রি করেছে। কিন্তু মাত্র দুই সপ্তাহে এত আবেদন এসেছে যে, তা প্রায় ৩০০ বছরের বিশ্বকাপের সমপরিমাণ। সত্যিই অবিশ্বাস্য।”

২০২৬ বিশ্বকাপ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে। ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের উদ্বোধন হবে ১১ জুন, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। ফিফা আশা করছে, এই বিশ্বকাপ হবে ফুটবলের সবচেয়ে বড়, সর্বজনীন ও ঐক্যবদ্ধ উদযাপন।

সংবাদটি শেয়ার করুন