ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জানাজা: নিরাপত্তায় প্রস্তুত ১০ হাজার পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। তিনি আরও জানান, জানাজার সময় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং কূটনীতিকরা উপস্থিত থাকবেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি সংসদ ভবনের আশেপাশে একটি বড় জানাজা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু খালেদা জিয়ার জানাজা তার চেয়েও বড় আকারের হবে। তাই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে জানাজার আগে।

সংবাদটি শেয়ার করুন