ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মেয়ে খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার ভোর থেকে গ্রামের স্বজন ও নেতা-কর্মীরা শোকে স্তব্ধ। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে “ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা” স্লোগান জেলার নেতা-কর্মীদের মুখে প্রতিধ্বনিত হয়ে আসছে।
সকালে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর মজুমদার বাড়িতে ভিড় করেন নেতা-কর্মী ও স্বজনেরা। বাড়ির একমাত্র বাসিন্দা ও খালেদা জিয়ার চাচাতো ভাই, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মজুমদার, স্মৃতিচারণা করে বলেন, “বেগম খালেদা জিয়া একজন বিনয়ী নেত্রী ছিলেন। তিনি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী থাকলেও সরকারি প্রটোকল ভেঙে সাধারণ নেতা-কর্মী ও বাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করতেন। পুকুরঘাটের পাশে তিনি রোপণ করা নিমগাছ এখনও আছে।”
ফুলগাজীর বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, “ফুলগাজীর মানুষের সঙ্গে খালেদা জিয়ার অস্তিত্ব মিশে আছে। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।” ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন জানান, মৃত্যু সংবাদে নেতা-কর্মীরা ভেঙে পড়েছেন। বাড়ির প্রাঙ্গণে কালো পতাকা টাঙানো হয়েছে এবং কোরআন খতম ও দোয়া চলছে। আগামীকাল বুধবার জানাজায় অংশ নিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢাকায় যাবেন।
খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফেনী-১ আসন থেকে পাঁচবার জয়লাভ করেছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, “এক গুণী নেত্রীকে হারালাম, যার অভাব পূরণ করা সম্ভব নয়। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির বাইরে ফেনীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কোরআন খতম করা হচ্ছে এবং বাদ জোহর থেকে প্রতিনিয়ত নামাজে বিশেষ দোয়া করা হবে।”




