ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেট: ব্যাটে-বলে বছরজুড়ে টাইগারদের সেরা মুহূর্তগুলো

দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২৫ সাল। বছর জুড়ে দেশের ক্রিকেটাঙ্গন কেবল মাঠের প্রতিযোগিতা দিয়েই নয়, বরং চরম উত্তেজনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। মাঠের ক্রিকেটে হাসি-আনন্দের মুহূর্ত পেয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। কিন্তু মাঠের বাইরে উত্তাপ তৈরি করেছেন ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল ও জাহানারা আলমরা।

মাঠে মিশ্র পারফরম্যান্স

২০২৫ সালে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল সবচেয়ে বেশি অচেনা মনে হয়েছে। বছর শুরু হয়েছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে, যেখানে প্রত্যাশা ছিল আত্মবিশ্বাসী সূচনা। কিন্তু পাকিস্তান সফরে কোনো ম্যাচই জয় করতে পারেনি বাংলাদেশ।

পুরো বছরে ওয়ানডেতে ১১টি ম্যাচে জয় এসেছে মাত্র তিনটিতে, হেরেছে সাতটি, এবং একটি পরিত্যক্ত। সংখ্যার খসড়া স্পষ্ট করে দেয়, প্রিয় ফরম্যাটে দলের কতটা অনিশ্চয়তা ছিল।

টেস্টে ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও একটি ড্র সংখ্যার ভারসাম্য থাকলেও বাস্তবতা ভিন্ন। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে শুরু, শ্রীলঙ্কা সফরে এক ড্র ও এক হার এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ জয় মোটাদাগে একটা অসম্পূর্ণ তৃপ্তি।

টি-টোয়েন্টি পারফরম্যান্স চোখে পড়ার মতো। ৩০টি ম্যাচে ১৫ জয়, ১৪ হার ও একটি পরিত্যক্ত। ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম ৮১৪ রান, আটটি ফিফটি ও ৪১টি ছক্কা হাঁকিয়ে এক বছরে বাংলাদেশের রেকর্ড গড়েছেন। বোলিংয়ে মোস্তাফিজুর রহমান ১৫৮ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। এছাড়া রিশাদ হোসেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি পূরণ করেন।

অধিনায়কত্বে নাটক

২০২৪ থেকে তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৫-এর শুরুতে তিনিই ছিলেন দায়িত্বে, কিন্তু শীঘ্রই টি-টোয়েন্টিতে নেতৃত্ব ছাড়েন। এরপর লিটন কুমার দাস টি-টোয়েন্টির অধিনায়ক, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ ও টেস্টে আবার শান্ত দায়িত্ব নেন। তিন ফরম্যাটে ভিন্ন তিনজন অধিনায়ক ও সহ-অধিনায়ক দায়িত্বে থাকায় দলীয় কাঠামোয় এসেছে নাটকীয়তা।

বোর্ডের অস্থিরতা ও নির্বাচন

বিসিবি সভাপতির পদ হারানোর পর দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল, অক্টোবরে নির্বাচনের মাধ্যমে পূর্ণ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব নেন। নতুন বোর্ডের প্রথম বড় চ্যালেঞ্জ আসে ঘরোয়া ক্রিকেটে: প্রথম বিভাগে আটটি ক্লাব অংশ নেওয়া থেকে বিরত থাকে, ঢাকা ক্লাব ক্রিকেটেও ৪০টির বেশি ক্লাব অস্বীকৃতি জানায়।

স্মরণীয় মাইলফলক

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নভেম্বর মাসে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে ইতিহাস গড়েন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩ রান করে শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ১১তম ব্যাটার হন তিনি।

অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ মার্চে ওয়ানডে থেকে বিদায় জানান, ওয়ানডে ৫,৬৮৯ রান, টেস্ট ২,৯১৪ রান, টি-টোয়েন্টি ২,৪৪৪ রান ও ১৬৬ উইকেটের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন।

সাকিব আল হাসান বছরের শেষ দিকে স্পষ্ট করেন, কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। দেশে ফিরে একটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে আন্তর্জাতিক বিদায় নিতে চান।

দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে তামিম ইকবাল মাঠে হার্ট অ্যাটাক করেন, গুরুতর অবস্থায় চিকিৎসক ও ট্রেনারদের তৎপরতায় বেঁচে যান। জাতীয় ক্রিকেট লিগে হাসান আহমেদ ও বিপিএলের মাহবুব আলি জাকি হার্ট অ্যাটাকের শিকার হন; হাসান বেঁচে যান, জাকি ডিসেম্বরে মারা যান।

নারী ক্রিকেটে তোলপাড়

জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগ তোলেন। অভিযোগের প্রেক্ষিতে বিসিবি তদন্ত শুরু করেছে; নতুন বছরের শুরুতে চূড়ান্ত প্রতিবেদন আসার আশা রয়েছে।

বিপিএল: শিক্ষা ও নতুন আশা

২০২৫ সালের বিপিএল নানা বিতর্কের মধ্যে শেষ হলেও, ১২তম আসরে বিসিবি নতুন নিয়ম, বাধ্যতামূলক ফ্র্যাঞ্চাইজি ফি, নিলাম পদ্ধতি ও আইসিসি-সিআইডির সহযোগিতায় নতুন আশা দেখাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন