ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা এই প্রভাবশালী রাজনৈতিক নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার প্রয়াণে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনসহ সমাজের সর্বস্তরে শোক ও সমবেদনার আবহ তৈরি হয়। আগের দিন রাত থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠজনরা।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল রাজনৈতিক অঙ্গন নয়, শোক ছুঁয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনকেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে শোকবার্তা দিয়েছে। একই সঙ্গে সম্মান জানিয়ে বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। ফেসবুকে আবেগঘন বার্তায় তারা প্রয়াত এই রাষ্ট্রনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ক্রিকেটারদের শোকবার্তা
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
পেসার রুবেল হোসেন তার ফেসবুক পোস্টে জানান, ‘আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
ব্যাটার লিটন দাস লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে তার পরিবার ও দেশের মানুষের প্রতি আমার গভীর সহমর্মিতা।’
সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক তার বার্তায় উল্লেখ করেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর সমবেদনা। দেশের প্রতি তার অবদান ও নেতৃত্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তার আত্মার শান্তি নসিব করুন।’
রাষ্ট্রীয় জীবনের অবসান
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো। তার প্রয়াণে দেশ হারাল এক সময়ের শক্তিশালী ও প্রভাবশালী নেতৃত্বকে যার প্রভাব রাজনীতি ছাড়িয়ে ক্রীড়াঙ্গনসহ সমাজের নানা স্তরে প্রতিফলিত হয়েছে।




