ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি মায়ের স্মৃতি, ত্যাগ ও রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।

স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, ‘আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি উল্লেখ করেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব, আবার অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা কিংবা বাংলাদেশের মা হিসেবে পরিচিত। তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনিঃশেষ ভূমিকা রাখা এক মহান পথপ্রদর্শককে হারিয়ে আজ জাতি গভীরভাবে শোকাহত।

মায়ের ব্যক্তিগত পরিচয় তুলে ধরে তিনি লেখেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।’ তিনি বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

তারেক রহমান আরও লেখেন, রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের পাশাপাশি খালেদা জিয়া ছিলেন পরিবারের প্রকৃত অভিভাবক—একজন আলোকবর্তিকা, যার ভালোবাসা কঠিন সময়েও পরিবারকে শক্তি ও সাহস জুগিয়েছে। বারবার গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং চরম নিপীড়নের মধ্যেও তিনি অদম্য মনোবল ও দেশপ্রেম ধরে রেখেছিলেন।

স্ট্যাটাসে তারেক রহমান বলেন, ‘দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান।’ তার ভাষায়, দেশ ও দেশের মানুষই হয়ে উঠেছিল খালেদা জিয়ার প্রকৃত পরিবার, সত্তা ও অস্তিত্ব। তিনি বলেন, জনসেবা, ত্যাগ ও সংগ্রামের যে ইতিহাস তিনি রেখে গেছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। শেষে তিনি সবার কাছে মায়ের জন্য দোয়া চান এবং দেশবাসী ও বিশ্বজুড়ে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

সংবাদটি শেয়ার করুন