ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃ’ত্যু’তে পাকিস্তান সরকারের শোক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের জন্য আজীবন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন।

শেহবাজ শরীফ আরও বলেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু ছিলেন। তার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। তিনি তার পরিবারের, বন্ধুবান্ধব এবং দেশের মানুষের প্রতি সমবেদনা জানিয়ে প্রার্থনা করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা তৈরি করেছে। বিএনপি ও সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে শোক প্রকাশ করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের জন্য অসংখ্য অবদান রেখেছেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন।

সংবাদটি শেয়ার করুন