ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মৃত ব্যক্তির জন্য কোরআন-সুন্নাহর আলোকে সেরা দোয়া

মানবজীবন ক্ষণস্থায়ী, কেবল মহান আল্লাহই চিরঞ্জীব। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, “প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে” (সুরা আল ইমরান: ১৮৫)। প্রিয়জন মারা যাওয়ার পর তাদের জন্য সর্বোত্তম কাজ হলো মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। নবীজি (সা.) শিখিয়েছেন যে, মৃত্যুর পর মানুষের সব আমল বন্ধ হয়ে গেলেও ‘সন্তানের দোয়া’ মৃত ব্যক্তির জন্য অবিরাম নেকির উৎস হয়ে থাকে।

পবিত্র কোরআনে বর্ণিত দোয়া
পিতা-মাতা ও মুমিনদের জন্য পবিত্র কোরআনে হজরত ইব্রাহিম (আ.) ও হজরত নূহ (আ.)-এর দুটি দোয়া অত্যন্ত শক্তিশালী:

হজরত ইব্রাহিম (আ.)-এর দোয়া: “হে আমার প্রতিপালক, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতা ও সব ইমানদারকে ক্ষমা করুন।” (সুরা ইব্রাহিম: ৪১)

হজরত নূহ (আ.)-এর দোয়া: “হে আমার প্রতিপালক, আমাকে, আমার পিতা-মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে এবং সব মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করে দিন।” (সুরা নূহ: ২৮)

রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো শক্তিশালী দোয়া
সাহাবী আওফ বিন ইবন মালিক (রা.) একবার নবীজিকে (সা.) একটি জানাজায় এমনভাবে দোয়া করতে শুনেছিলেন যে, তিনি মনে মনে আক্ষেপ করে বলেছিলেন ‘হায়! আমি যদি এই মৃত ব্যক্তিটি হতাম!’ সেই দোয়াটি হলো:

আরবি: اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه، وَعافِهِ وَاعْفُ عَنْـه… উচ্চারণ: আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু, ওয়া আফিহি ওয়াফু আনহু; ওয়া আকরিম নুজুলাহু, ওয়া ওয়াসসি মাদখালাহু; ওয়াগসিলহু বিল মায়ি ওয়াস সালজি ওয়াল বারাদি… অর্থ: হে আল্লাহ, তাকে ক্ষমা ও দয়া করুন। তার থাকার স্থানটিকে (কবর) মর্যাদাশীল ও প্রশস্ত করুন। তাকে বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন, যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার চেয়ে উত্তম বাসস্থান ও পরিবার দান করুন এবং কবরের আজাব ও জাহান্নাম থেকে রক্ষা করুন। (সহিহ মুসলিম)

কবর জিয়ারতের সময় করণীয়
কবরস্থানে প্রবেশ করলে নবীজি (সা.) কবরের বাসিন্দাদের উদ্দেশে সালাম ও দোয়া করতেন। জিয়ারতের সেই সংক্ষিপ্ত দোয়াটি হলো:

উচ্চারণ: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম; আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি।

অর্থ: হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের আগে চলে গিয়েছ, আমরাও তোমাদের পদাঙ্ক অনুসরণ করে তোমাদের সাথে মিলিত হব।

পরিশেষে, মৃত ব্যক্তির জন্য শুধু কান্নাকাটি না করে কোরআন-সুন্নাহর নির্দেশিত পথে দোয়া, সদকায়ে জারিয়া এবং মানুষের উপকারে আসে এমন কাজ করার মাধ্যমে তাদের রূহের মাগফিরাত কামনাই মুমিনের পরিচয়।

 

সংবাদটি শেয়ার করুন