ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইংলিশ লিগে নতুন ইতিহাস লিখলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে অধরা শিরোপা জয়ের স্বপ্নে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে লিভারপুল। ‘অল রেড’ নামে পরিচিত দলটি এখন পয়েন্ট তালিকায় ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২২ পয়েন্ট এগিয়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

গতকাল শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিগ ম্যাচে মোহামেদ সালাহর জোড়া গোলে সাউদাম্পটনকে ৪-০ ব্যবধানে হারায় লিভারপুল। এ জয়ে টানা ২০ ম্যাচ জয় করেছে লিভারপুল। এছাড়াও লিগের ২৫ ম্যাচে ২৪ ও ১ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে এমন রেকর্ড গড়ল লিভারপুল যা আগে কখনও ইংলিশ ফুটবলে দেখেননি কেউ।

এদিন ম্যাচের প্রথমার্ধে লিভারপুল বিপক্ষে তুমুল লড়েছিল সাউদাম্পটন। কিন্তু প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলে দেখা পায়নি স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে নেমেই স্বরূপে ফিরে আসে অলরেডরা।

ম্যাচের ৪৭তম মিনিটে বক্সের বাইরে থেকে অ্যালেক্স-অক্সলেড চেম্বারলেইনের দারুণ শটে লিড পায় ক্লপ শিবির। এরপর ৬০তম মিনিটে জর্ডান হেন্ডারসনের গোলে ২-০ তে এগিয়ে যায় তারা।

এদিকে ম্যাচের ৭১তম মিনিটে চোখধাঁধানো গোল করেন মোহামেদ সালাহ। এরপর ৯০তম মিনিটে নিজের জোড়া গোলে পূরন করেন সালাহ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন