টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তির খবর এসেছে। দীর্ঘ সময় ঊর্ধ্বমুখী থাকার পর এবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকেই সারাদেশে নতুন এই মূল্য কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজারি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন–বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই মূল্যহ্রাস স্বর্ণবাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।




