ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আঙুলের ছাপ দিয়েই খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়ন জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার (লালু)-এর নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্রটি দাখিল করা হয়।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, গাবতলী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় ও দলীয় নেতারা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেলালুজ্জামান তালুকদার। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ থাকায় ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। এ কারণেই মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে তার আঙুলের ছাপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বগুড়ার গাবতলীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি অবস্থিত। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবার বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত হন। তবে পরবর্তী সময়ে তিনি আসনটি ছেড়ে দিলে একাধিকবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এসব উপনির্বাচনের তিনটিতে জয়ী হন হেলালুজ্জামান তালুকদার। পরে ২০০৮ সালের উপনির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি একই আসন থেকে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ীই এই মনোনয়ন দেওয়া হয়েছে এবং প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সংবাদটি শেয়ার করুন