ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, পাবে বাংলাদেশসহ ১৭ দেশ

যুক্তরাষ্ট্র এবার জাতিসংঘের মানবিক কার্যক্রমের জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। প্রাথমিকভাবে এই তহবিল বাংলাদেশসহ মোট ১৭টি দেশের মধ্যে বিতরণ করা হবে। তবে ট্রাম্প প্রশাসন সংস্থাগুলোকে সতর্ক করেছে, ‘ছোট হও, না হলে বিলুপ্ত হয়ে যাবে।’

মূলত মার্কিন প্রশাসন বৈদেশিক সহায়তা কমিয়ে ছোট করার চেষ্টা করছে। নতুন আর্থিক বাস্তবতায় সাহায্য দেওয়া সংস্থাগুলিকে কঠোর শর্তের মুখোমুখি হতে হবে। আগের তুলনায় ২ বিলিয়ন ডলার অনেক কম হলেও প্রশাসন এটিকে উদার অনুদান হিসেবে বিবেচনা করছে, যা যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক দাতা হিসেবে রাখবে।

এই অর্থ একটি আমব্রেলা ফান্ডের মাধ্যমে বিতরণ করা হবে। ফান্ড থেকে নির্দিষ্ট সংস্থা ও অগ্রাধিকারভিত্তিক খাতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এটি জাতিসংঘজুড়ে ব্যাপক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই পরিকল্পনা অনেক মানবিক কর্মসূচি ও সেবায় বড় ধরনের কাটছাঁটের সৃষ্টি করেছে।

সংস্কার প্রকল্পের মূল লক্ষ্য হলো এমন তহবিল তৈরি করা যা নির্দিষ্ট সংকটপূর্ণ বা সহায়তার প্রয়োজনীয় দেশের দিকে সরাসরি পাঠানো যাবে। প্রাথমিক তালিকায় ১৭টি দেশ রাখা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ, কঙ্গো, হাইতি, সিরিয়া ও ইউক্রেন রয়েছে।

বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশ আফগানিস্তান এই তালিকায় নেই। একইভাবে ফিলিস্তিনি ভূখণ্ডও অন্তর্ভুক্ত করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনের জন্য সহায়তা আসবে ট্রাম্পের অসম্পূর্ণ গাজা শান্তি পরিকল্পনা থেকে পাওয়া অর্থের মাধ্যমে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই ২ বিলিয়ন ডলার সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাধারণ মানবিক সহায়তার এক ছোট অংশ। এক সময় এই সহায়তা বছরে সর্বোচ্চ ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছিল। এর মধ্যে মাত্র ৮ থেকে ১০ বিলিয়ন ডলার ছিল স্বেচ্ছা অনুদান। এছাড়া, সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র প্রতিবছর আরও কিছু অর্থ চাঁদা হিসেবে প্রদান করে।

সমালোচকরা মনে করছেন, পশ্চিমা দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোর কারণে লাখো মানুষ খাদ্য সংকট, বাস্তুচ্যুতি ও রোগঝুঁকিতে পড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে প্রভাবও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন