ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে মানববন্ধনে হামলার ঘটনায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দাপ্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশসোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কারওয়ান বাজার দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার হওয়ায় এখানকার চাঁদাবাজির প্রভাব রাজধানীর প্রায় সব খুচরা বাজারের পণ্যমূল্যে পড়ে।

তিনি বলেন, কারওয়ান বাজারে চাঁদাবাজি একটি পুরোনো সমস্যা। ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে চাঁদাবাজি কমার বদলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদরত ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা অপরাধীদের বেপরোয়া মনোভাবেরই প্রমাণ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, চাঁদাবাজদের শক্ত হাতে দমন করতে হবে এবং কেউ রাজনৈতিকভাবে তাদের আশ্রয় দিলে তা জনসম্মুখে প্রকাশ করা উচিত। জনগণই তখন সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন