ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিগ ব্যাশে রিশাদের জাদু, মেলবোর্নকে হারিয়ে হাসলো হোবার্ট

বিগ ব্যাশে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। ম্যাচে যদিও হোবার্ট ব্যাটে দাপট দেখিয়েছে, তবে বোলিং বিভাগে রিশাদ হোসেনের পারফরম্যান্সকে আলাদা করে দেখার মতো।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ব্যাটিংয়ে দাপট দেখায় মেলবোর্ন। প্রথম ৩ ওভারে ৩৮ রান তুললেও, ৫ম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ হোসেন। প্রথম ওভারেই তিনি দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন, মাত্র ৮ রান দিয়ে উইকেট না পেলেও দলের নিয়ন্ত্রণ ধরে রাখেন।

৭ম ওভারে আসে রিশাদের প্রথম উইকেট। তিনি ফেরান মোহাম্মদ রিজওয়ানকে, যিনি ১২ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান। ৯ম ওভারে কিছুটা খরুচে হলেও তিনি আউট করেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। ১৪তম ওভারে নিজের শেষ বোলিং করতে এসে রিশাদ ছিলেন কিপটে, মাত্র ৫ রান দিয়ে শেষ করেন ওভারের কাজ। ৪ ওভারে রিশাদ নেন ২ উইকেট, দিয়েছেন ৩৪ রান।

মেলবোর্নের ব্যাটিংয়ে টিম সেইফার্ট ১৪ বলে ২৬ রান করেন, ওলিভার পিক ২২ বলে ২৯ রান করেন। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারায় মেলবোর্ন, থামে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান। দলের হয়ে ৩ উইকেট নেন নাথান এলিস, ১টি করে উইকেট নেন অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা এবং গুরিন্দর সাধু।

হোবার্টের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার মিচেল ওয়েন ১৩ বলে ১০ রান করে আউট হন। টিম ওয়ার্ড ২৬ বলে ৩০ রান করেন। ঝড় তোলেন তিনে নেমে বিউ ওয়েবস্টার, ২০ বলে ২৭ রান করে আউট হন। নিখিল চৌধুরী ১২ বলে ১৯ রান যোগ করেন। শেষ দিকে রেহান আহমেদ ১৪ বলে ২৩ রান, আর ম্যাথু ওয়েড ২০ বলে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন। ক্রিস জর্ডান ৭ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত হোবার্ট হারিকেন্স ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের জয় নিশ্চিত করে ম্যাথু ওয়েড ও রিশাদ হোসেনের অবদান অনস্বীকার্য।

সংবাদটি শেয়ার করুন