ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রামে চমক : বিএনপিতে ১৫ আসনে প্রার্থী পরিবর্তন

নির্বাচন সামনে রেখে বিএনপি অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় পরিবর্তন এনেছেকিছু আসনে বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিচ্ছেন, যার মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়াসিনিয়র নেতাদের আসনও রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়ন পরিবর্তনের পেছনে মাঠপর্যায়ের জরিপ, অসন্তোষ এবং রাজনৈতিক সমীকরণ বিবেচনা করা হয়েছে, যাতে ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করা যায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন। ঢাকা-১৭-এর প্রধান সমন্বয়ক হিসেবে মনোনয়ন দিয়েছেন আবদুস সালাম। এর আগে এই আসনে জোটপ্রার্থী হিসেবে প্রচার শুরু করা আন্দালিভ রহমান পার্থ ভোলা সদর আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকা-১২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপৎ আন্দোলনের মিত্র সাইফুল হককে ‘কোদাল’ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যবসায়ী মো. মাসুদুজ্জামানের ভোট অনীহার পর সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়।

চট্টগ্রামে একাধিক আসনে নাটকীয় পরিবর্তন এসেছে। রাউজান (চট্টগ্রাম-৬) আসনে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটিও ভেঙে দেওয়া হয়। চট্টগ্রাম-১৪ আসন পূর্বে ফাঁকা রাখা হলেও এখন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনকে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১ আসনেও নতুন প্রার্থী মনোনয়ন পাওয়া নিয়েছে।

উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও কিছু আসনে পরিবর্তন এসেছে। বগুড়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৪, মুন্সিগঞ্জ-২ ও ৩, ঝিনাইদহ-১, নড়াইল-২, যশোর-১, ৫ ও ৬, মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। বিশেষ করে ঝিনাইদহে গণঅধিকার পরিষদ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান মনোনয়ন পেয়েছেন।

বিএনপি দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও মিত্রদের জন্য আরও ১৫টি আসন ছেড়ে দিয়েছে। বাকি আসনগুলোর মনোনয়নও চূড়ান্ত, তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে ৩০০ আসনের তালিকা প্রকাশ সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন