ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন অনিশ্চিত

সরকারি কর্মচারীদের প্রত্যাশিত নবম পে-স্কেল বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। গত জুলাইয়ে নবম পে-স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হলেও নির্ধারিত ছয় মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ এখনও জমা পড়েনি।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন বেতন কাঠামো কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। তিনি বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া, যার সঙ্গে আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি ও কাঠামোগত সংস্কারের বিষয় জড়িত।

প্রস্তাবিত খসড়ায় বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেডে আনার চিন্তাভাবনা রয়েছে। তবে কমিশনের ভেতর এখনও অন্তত তিনটি সভা বাকি রয়েছে। জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে নির্বাচন প্রচারণা শুরু হবে। কিন্তু চূড়ান্ত সুপারিশ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসতে পারে, ফলে বর্তমান সরকারের সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব।

এদিকে, বেতন বাস্তবায়নে বিলম্বের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন